২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
ফেনী সদর উপজেলায় প্রণোদনা  পাচ্ছে সাড়ে ৮ হাজার কৃষক
  • Updated Nov 07 2023
  • / 489 Read


নিজস্ব প্রতিনিধি, 
ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নের ৮ হাজার ৫৪৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কৃষকদের হাতে প্রণোদনার সার ও বীজ তুলে দেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার হোসাইন পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: একরাম উদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, মহিলা ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আরা বেগম জুসি। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উম্মে সালমার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার। এছাড়া বক্তব্য রাখেন উপকারভোগী ধর্মপুর ইউনিয়নের আনোয়ার হোসেন, কাজিরবাগ ইউনিয়নের আনোয়ারা বেগম।


কৃষি কর্মকর্তা শারমিন আক্তার জানান, ফেনীতে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ১২টি ইউনিয়নের ৮ হাজার ৫৪৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে। প্রণোদনার আওতায় ১০০ জনকে গম, ১১৫ জনকে ভুট্টা, ৭১১০ জনকে সরিষা, ৭২০ জনকে সূর্যমুখী, ৮০ জনকে চিনাবাদাম, ১০০ জনকে সয়াবিন, ৩০ জনকে মুগ, ২১০ জনকে মসুর, ৮০ জনকে  জনপ্রতি ১ বিঘায় চাষাবাদের জন্য বীজ ও সার দেয়া হচ্ছে।
ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে খাদ্য নিরাপত্তা জোরদার করতে প্রতিটি ইঞ্চি জমি চাষাবাদের আওতায় আনতে ব্যাপক হারে কৃষকদের প্রণোদনা দিচ্ছেন। এতে করে দেশে খাদ্য ঘাটতি কমবে, কৃষকরা স্বাবলম্বী হবে।

Tags :

Share News

Copy Link

Comments *